Image description

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু টাওয়ারে আগুনের ঘটনায় এরইমধ্যে চারজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

 ভিডিও https://www.facebook.com/Reuters/videos/1427324032112338
পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, অনেক মানুষ ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন। 
 
ফায়ার সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘আশেপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখা এবং শান্ত থাকার পরামর্শ দেয়া হচ্ছে। জনসাধারণকে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া এড়িয়ে চলার পরামর্শও দেয়া হচ্ছে।’ 
 
 
ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। আগুন লাগা টাওয়ারগুলোর বাইরের দিকে ‘বাঁশের ভারা’ রয়েছে। এজন্য আগুন নিচে থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে মনে করা হচ্ছে। 
 
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন মতে, ওয়াং ফুক কোর্টের ওয়াং চিওং হাউস নামের একটি ভবনে প্রথম আগুন লাগে। দুপুর ২টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় পুলিশ। এরপর ওয়াং চিওং হাউসের দুই পাশে অবস্থিত ওয়াং তাই হাউস ও ওয়াং শিং হাউস নামে আরও দুটি ভবনে আগুন লাগে।