আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামরিক সক্ষমতা আরও প্রসারিত করতে জোর তৎপরতা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এর ধারাবাহিকতায় এবার দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফর পরীক্ষা চালিয়েছে।
জাহাজ-বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। এতে স্টেট অব-দা-আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতা যুক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে।
ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরো বাড়বে। এর আগে গেল দুই মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-ফোরের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। যার পাল্লা ছিল সাড়ে ৭০০ কিলোমিটার।
বিস্তারিত দেখুন ভিডিওতে...