Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই বছরের যুদ্ধে ইসরায়েল কমপক্ষে ৩৩ হাজার নারী ও শিশুকে হত্যা করেছে। এমনই অভিযোগ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে দেওয়া এক বিবৃতিতে তারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও পরিকল্পিত অত্যাচারের অভিযোগও তুলেছে। খবর টিআরটি ওয়ার্ল্ড

বিবৃতিতে বলা হয়, গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫০০ নারী এবং ২০ হাজার শিশুকে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল।

মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েল ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, নির্বিচার আটক, নির্যাতন, যৌন সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস, জমি দখল, দখলদারদের সন্ত্রাস, খাদ্য সংকট সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ চালাচ্ছে।

তারা আরও অভিযোগ করে, ফিলিস্তিনিদের বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানাতে ইসরায়েল উন্নত নজরদারি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার গুপ্তচর প্রযুক্তি ব্যবহার করছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক চাপ বজায় রাখা, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা ও অবাধ প্রত্যাবর্তনের অধিকার নিশ্চিত করা জরুরি বলে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়।

ফিলিস্তিনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত এবং আরও ১ লাখ ৭১ হাজারের মতো মানুষ আহত হয়েছেন। এছাড়া দুই বছরের এই আগ্রাসনে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।