Image description

গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অন্তত ৪৯৭ বার লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

গত ১০ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল। তবে শুরু থেকেই চুক্তিটি ছিল অত্যন্ত ভঙ্গুর।

সরকারি তথ্যমতে, ৪৪ দিন বয়সী এ যুদ্ধবিরতি ৪৯৭ বার ভেঙে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক মানুষ।

শুধু শনিবারই ইসরায়েল ২৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায়। এতে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে।

গাজার মিডিয়া অফিস বলেছে, এসব হামলা কেবল মানবাধিকারেরই নয়, বরং যুদ্ধবিরতি চুক্তিতে উল্লেখিত মানবিক প্রোটোকলেরও সুস্পষ্ট লঙ্ঘন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও গাজায় এখনও পূর্ণমাত্রায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢোকার কথা থাকলেও বাস্তবে গড়ে ১৫০টিরও কম ট্রাক গাজায় প্রবেশ করেছে।

শনিবারের হামলার বিষয়ে ইসরায়েল দাবি করেছে, হামাসের এক যোদ্ধা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ায় তারা পাল্টা আক্রমণ চালিয়েছে। তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য ইজজাত আল-রিসেক এ দাবি চ্যালেঞ্জ করে বলেন, ওই ‘হামাস সদস্যের’ পরিচয় প্রকাশ করার মতো সাহস ইসরায়েলের নেই। তার মতে, গাজার ওপর হামলা চালানোর জন্য নতুন অজুহাত তৈরি করছে দখলদার বাহিনী।

গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানিয়েছেন, “যুদ্ধবিরতি কাগজে আছে, বাস্তবে নেই— কারণ যখন খুশি ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে।” [সূত্র: আলজাজিরা]