মানবতা বিরোধী অপরাধের মামলায় নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এর মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, “যারা এই রায় দিয়েছেন, তাদের অবস্থাও জামাতে নেজামের মতো হবে। আমার নাম করে রেকর্ড রাখুন।”
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে শুভেন্দু আরও দাবি করেন, “এই রায় পাকিস্তানের নির্দেশে দেওয়া হয়েছে এবং এটি কখনোই কার্যকর হবে না। শেখ হাসিনা প্রগতিশীল মুসলমান এবং বাঙালি সংস্কৃতির রক্ষক। তিনি কখনোই চরমপন্থীদের সঙ্গে ছিলেন না।”
এদিকে শেখ হাসিনার রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “ভারত রায়টি পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।”
তবে ভারত তাকে ফেরত দেবে কি-না—সেটি স্পষ্ট করেননি তিনি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গত বছরের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিহতদের মানবতা–বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। আদালতে উপস্থিত ছিলেন নিহতদের স্বজনসহ আইনজীবীরা।