Image description

ইতালিতে ক্যাথলিক চার্চের অভ্যন্তরে যৌন নির্যাতনের এক দীর্ঘস্থায়ী সংকটের চরম তথ্য প্রকাশিত হয়েছে। দেশটির সর্ববৃহৎ ভুক্তভোগী সংগঠন রেতে ল’আবুসো জানিয়েছে, ২০২০ সালের পর থেকে প্রায় ৪,৪০০ মানুষ ক্যাথলিক ধর্মযাজকদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেসকো জানার্দি বলেন, এই পরিসংখ্যান ভুক্তভোগীদের ব্যক্তিগত বিবৃতি, বিচার বিভাগীয় সূত্র এবং গণমাধ্যমে প্রকাশিত মামলার তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তবে তারা নির্যাতনের ঘটনাগুলোর সঠিক বছর উল্লেখ করেনি।

রাতে ল’আবুসোর তথ্য অনুযায়ী, তারা এখন পর্যন্ত ১,২৫০টি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে ১,১০৬টি ঘটনার অভিযুক্ত সরাসরি পুরোহিত, এবং মোট ৪,৩৯৫ জন ভুক্তভোগী পুরোহিতদের হাতে নির্যাতিত। এদের মধ্যে ৪,৪৫১ জনের বয়স ছিল ১৮ বছরের নিচে, এবং ৪,১০৮ জন পুরুষ।

 

অভিযুক্ত পুরোহিতদের মধ্যে মাত্র ৭৬ জনকে চার্চ আদালতে বিচার করা হয়েছে, এবং ১৮ জনকে ধর্মযাজক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের পর ৫ জন অভিযুক্ত আত্মহত্যা করেছেন।

ভ্যাটিকান শিশু সুরক্ষা কমিশনও ইতালির চার্চ ব্যবস্থায় নিরাপত্তা ও স্বচ্ছতার অভাবকে বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেছে। ইতালির ২২৬টি ডায়োসিসের মধ্যে মাত্র ৮১টি কমিশনের পাঠানো প্রশ্নপত্রের উত্তর দিয়েছে।

নতুন পোপ লিও প্রথমবারের মতো ধর্মযাজকদের হাতে যৌন নির্যাতনের শিকারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি চার্চের নবনিযুক্ত বিশপদের বলেন, অসদাচরণের অভিযোগ কখনো গোপন রাখবেন না।

 ঢাকাটাইমস