Image description
 
 

ইসরায়েলি হামলার ভয়ে সিনাই উপত্যকায় চীনের এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে মিসর। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়, মিসরের কাছে চীনের তৈরি এইচকিউ ৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে, যা রাশিয়ার এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। খবর মিডল ইস্ট মনিটর

এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা ইস্যুতে মিসরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আরও স্পষ্ট হলো। মিসরের প্রতিরক্ষামন্ত্রী আবদেল মজিদ সাকার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সামরিক প্রস্তুতি শুধু আমাদের মনোবল বাড়ানোর জন্য নয়। বরং স্থলভাগে আমাদের সামরিক সক্ষমতাও প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, কেউ যদি মিসর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা এ ধরনের কিছু ভাবে তাহলে আমাদের যে সক্ষমতায় রয়েছে তা প্রকাশ করা হবে। তাদের ধারণাও নেই যে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।

গাজায় ইসরায়েলি গণহত্যার ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক ফিলিস্তিনি পালিয়ে সিনাই উপত্যকায় আশ্রয় নিয়েছে। যাতে মিসর রেডলাইন হিসেবে দেখছে। এমন পরিস্থিতিতে এ যুদ্ধে কায়োরোর জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সতর্কতা স্বরূপ এইচকিউ ৯বি মোতায়েন করা হয়েছে।

এইচকিউ-৯বি চীনের তৈরি একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি। এটি ২০০ কিলোমিটারের মধ্যে শত্রু পক্ষকে আঘাত হানতে সক্ষম। এটি যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এছাড়া এর শক্তিশালী রাডার প্রযুক্তি ৩০০ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে। সহজে বহনযোগ্য হওয়ায় এটি মোতায়নের মাধ্যমে বিমানবন্দর, পোর্ট এবং সামরিক ঘাঁটি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।