Image description
 

পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা আন্দোলনকে আলোচনার টেবিলকে অসম্মান করা হিসেবে দেখছেন তিনি।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কারো ভুল রাজনীতির কারণে দেশে পতিত স্বৈরাচার যেনো ফিরে না আসে। রাজনৈতিক দলগুলোকে সোচ্চার থাকতে হবে।

আমির খসরু বলেন, এখনও আলোচনা চলছে। এর মধ্যে বেশির ভাগ ইস্যুতে ঐকমত্য হয়ে গেছে। এ অবস্থায় আন্দোলনের ডাক বিষয়ে জনগণের প্রশ্ন থেকে যাবে। আন্দোলনের কর্মসূচি দেয়ায় প্রমাণ হয় জামায়াত ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং নির্বাচনকে অগ্রাহ্য করছে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, আর যারা ভোট বানচালের ষড়যন্ত্র করবে, তারা দেশের মানুষের আস্থা হারাবে। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে উচিত দেশ ও গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করা এবং অস্থিরতা এড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া।

বিএনপির এ নেতা বলেন, চাপের কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষায়, তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। জনগণের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে কেউ বাধা সৃষ্টি করলে যার যার রাজনৈতিক ভবিষ্যত সে বুঝে নেবে।