
বিদেশে অবস্থানরত হামাস নেতাদের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহেরকাতারে হামলার পর বিশ্বজুড়ে সমলোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। তবে এখনো হামাস নেতাদের উপর আরো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন কোনো ধরনের দায়মুক্তি পাবেন না।
জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, প্রত্যেক দেশেরই নিজের সীমান্তের বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার আছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি হামলার ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা ক্ষোভ তৈরি হয়েছে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচনার মুখে পড়েন। হামাস জানায়, ওই হামলায় ছয়জন নিহত হয়েছে, তবে তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন।
সেজন্যই শঙ্কা তৈরি হয়েছে হামাস নেতাদের টার্গেট করে আবারও ইসরায়েল হামলা চালাতে পারে। আর নেতানিয়াহুর সাম্প্রতিক ইঙ্গিতেও তেমন আভাস রয়েছে।
ইসরায়েল আবার কাতারে হামলা করবে না, তার নিশ্চয়তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে অবশ্য রুবিও বলেন, ‘ট্রাম্প দুইবার নেতানিয়াহুকে বলেছেন কাতারে আর হামলা চালাবেন না।’
এর আগে হোয়াইট হাউস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে এমন ঘটনা আর তাদের ভূখণ্ডে ঘটবে না।’
কাতারে একটি বড় মার্কিন বিমানঘাঁটি রয়েছে এবং দেশটি গাজা যুদ্ধের কূটনৈতিক সমাধান আনতে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করছে। কাতারে ২০১২ সাল থেকেই হামাসের রাজনৈতিক ব্যুরো অফিস রয়েছে।