Image description
 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এ হামলা গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। খবর এএফপি।

রুবিওর এ সফর মূলত ফরাসি নেতৃত্বাধীন জাতিসংঘের এক সম্মেলনের সময় ঠিক হয়েছিল। সেই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় আসবে, যা নেতানিয়াহুর সরকার তীব্রভাবে বিরোধিতা করছে। তবে এর আগেই ইসরায়েল কাতারে হামলা চালায়, যেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এতে ট্রাম্প প্রশাসনও চাপে পড়ে।

দীর্ঘদিনের ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট ট্রাম্পও এবার কাতারের পক্ষে অবস্থান নেন। তিনি সাংবাদিকদের বলেন, কাতার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। ইসরায়েলসহ সবাইকে সাবধান হতে হবে। হামলা চালানোর সময় ভেবে করতে হবে।

 

ওয়াশিংটন ছাড়ার আগে রুবিও জানান, আমরা এ হামলায় খুশি নই। তবে এখন আমাদের এগোতে হবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে হবে।

 
 

তিনি আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় গাজা সিটি দখল, পশ্চিম তীরের অংশ সংযুক্তির পরিকল্পনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা হবে।

 

রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজা যুদ্ধ দ্রুত শেষ হোক। এর অর্থ হবে বন্দিদের মুক্তি এবং হামাস যাতে আর হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা।

এএফপি’র হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২১৯ জন নিহত হন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। জাতিসংঘ এ তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।