Image description
 

নেপালে অন্তর্বর্তী সরকারে তিন নতুন মন্ত্রীর দায়িত্ববণ্টন ও শপথ গ্রহণ করেছেন। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল তাদের শপথ পাঠ করান। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী তারা মন্ত্রিসভায় যোগ দিলেন।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস।

 

 

 

নতুন মন্ত্রীরা হলেন— অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রামেশ্বর প্রসাদ খানাল। কুলমান ঘিসিংয়ের কাঁধে উঠেছে, জ্বালানি, পানি সম্পদ ও সেচ; ভৌত অবকাঠামো ও পরিবহন ও নগর উন্নয়ন। এছাড়া স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদীয় বিষয়কমন্ত্রী হয়েছেন ওম প্রকাশ।

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নিজ দায়িত্বে শিল্প, বাণিজ্য ও সরবরাহসহ পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও তথ্যপ্রযুক্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রেখেছেন।

তিন মন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে সুশীলা কার্কি নেতৃত্বাধীন মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত হলো।