
হঠাৎ করেই যদি ইন্টারনেট থেমে যায়, তাহলে কী হবে? ব্যবসা, ব্যাংকিং, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা—সবকিছুই থমকে যাবে। আর এই সবকিছু হঠাৎ করে থেমে যাওয়ার কারণ ছিল সমুদ্রের গভীর তলদেশে লুকিয়ে থাকা এক রহস্য। লোহিত সাগরের তলদেশে থাকা মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবলে হামলার পর এমনটিই ঘটেছে।
গত শনিবার সৌদি আরবের জেদ্দার কাছে একাধিক সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম 'এজুর ক্লাউড কম্পিউটিং'-এর পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে।
হুথিদের দায় স্বীকার
প্রাথমিকভাবে এটিকে একটি কেবল দুর্ঘটনা মনে হলেও, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এর দায় স্বীকার করেছে। রোববার হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি-তে এই বিদ্রোহী গোষ্ঠী একটি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয়।
নজরদারির অভিযোগ ও পূর্ববর্তী সতর্কবার্তা
ব্রিটিশ ও ইসরায়েলভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম, যার মধ্যে দ্য গার্ডিয়ান অন্যতম, দাবি করেছে যে মাইক্রোসফটের এই ক্লাউড ব্যবহার করে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামাসের অবস্থান শনাক্ত করার জন্য নজরদারি চালানো হতো। যদিও মাইক্রোসফট এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে।
এই ঘটনা ২০২৪ সালের শুরুর দিকের এক সতর্কবার্তার কথা মনে করিয়ে দেয়। সে সময় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুথিরা লোহিত সাগরের আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে। তখন কয়েকটি কেবল বিচ্ছিন্ন হলেও হুথিরা দায় অস্বীকার করেছিল। কিন্তু এবার তারা সরাসরি এর দায় স্বীকার করল।