Image description
 

পুরো গাজা দখল করতে কমপক্ষে এক লাখ সেনা প্রস্তুত করছে ইসরাইল। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা দখলের জন্য কমপক্ষে ৮০ হাজার থেকে এক লাখ রিজার্ভ সেনা প্রস্তুত রাখার পরিকল্পনা করছে।

 

গত সপ্তাহে, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করে। বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা এ পরিকল্পনার কঠোর সমালোচনা করে বিবৃতি দেয়।

 

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, চিফ অব স্টাফ ইয়াল জামির গাজা দখলের পরিকল্পনার ‘মূল কর্মপ্রণালি’ অনুমোদন করার পর হাজার হাজার সেনা প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, অভিযানের বিস্তারিত এবং সময়সূচী নিয়ে আগামী দিনগুলোতে আরো আলোচনা হবে। এই দখল অভিযান ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে বলে ধারনা করা হচ্ছে।

গাজা সিটি দখলের জন্য ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি পাঁচটি নীতিও গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকার গঠন করা।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে যেখানে লাখো ফিলিস্তিনি বাস করেন।

  

গাজায় গণহত্যার জন্য আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। ইসরাইলের হামলায় গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ৬১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলার মুখোমুখি।