
অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি কর্তৃপক্ষের অবৈধভাবে বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানিয়েছে সৌদি আরব। খবর আরব নিউজের।
এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দশক ধরে চলা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ইসরাইলি কর্মকর্তাদের এমন হটকারী সিদ্ধান্তের নিন্দা জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল সরকারের অবৈধ নীতি বাস্তবায়ন, শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে হুমকির মুখে ফেলা হচ্ছে।
বৃহস্পতিবার ইসরাইলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, দখলকৃত পশ্চিম তীরে বিতর্কিত একটি বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে তিন হাজারের বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা আছে। এটি বাস্তবায়ন হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার কবর হবে।
ইসরাইলি মানবাধিকার সংগঠন ‘পিস নাউ’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৬০টি বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করেন। এসব জমি নিয়েই ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা।
সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে ইসরাইলের এ ধরনের উদ্যোগের নিন্দা জানিয়েছে। এরপর বসতি স্থাপনের এ ঘোষণা এসেছে।