Image description

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে ৮.৮ মাত্রার এই ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন দেশগুলোতে সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে বিশ্বব্যাপী উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা এনওএএ (ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। মূলত ভূমিকম্পের এই মাত্রার কারণে সমুদ্রের গভীর অংশে বিশাল ঢেউ উঠে বিভিন্ন উপকূলীয় এলাকা বিপন্ন হওয়ার আশঙ্কা করা হয়।

এই সতর্কতার আওতায় বর্তমানে পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুতে সুনামির হুমকির সতর্কতা জারি করা হয়েছে। পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, উপকূলীয় এলাকায় অবস্থানরত সকলকে অস্বাভাবিক সমুদ্র স্রোত বা দীর্ঘ সময় ধরে কম্পন অনুভব করলে অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আরও বলেছেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকা, সমুদ্রসৈকত ও নদীর কাছাকাছি যাবেন না এবং জরুরি প্রয়োজনের জন্য খাবার, পানি, ওষুধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখুন।”

 

প্রসঙ্গত, রাশিয়ায় ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত যেসব স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ডও রয়েছে। এই সতর্কতা বিশ্বজুড়ে উপকূলীয় জনসংখ্যার জন্য বিশেষ গুরুত্ব বহন করে, কারণ সুনামি খুব দ্রুত বিশাল ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। তথ্যসূত্র : সিএনএন