
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ‘সুর বদল’ করলেন ডনাল্ড ট্রাম্প। বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। এমন পরিস্থিতির মধ্যেই ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক চাপানো হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।
উল্লেখ্য, শুল্ক আরোপের জন্য ট্রাম্প এর আগে ১ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তবে নানা জটিলতায় আটকে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। এই পরিস্থিতিতে ভারতের ওপর শুল্ক চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, হ্যাঁ এমনটা হতে পারে।
একইসঙ্গে ট্রাম্প জানান, ভারত আমাদের ভালো বন্ধু দেশ। তবে যেকোনো দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। ভারতের ওপর বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা।
এ প্রসঙ্গেই ট্রাম্প জানিয়েছেন, ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনার জন্য আগস্টের দ্বিতীয়ার্ধেই একটি মার্কিন দল ভারত সফর করবে। এর আগে ভারতীয় দল যখন আমেরিকায় যায়, তখন চার দিন ধরে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলে। সেই সময় কৃষি, অটোমোবাইল এবং ডিজিটাল বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়, তার কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। গত মার্চ মাস থেকেই এই ইস্যুগুলো আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে।
এই আবহে শুল্ক সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে ভারতের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ভারত বরাবর বলে এসেছে, সময়সীমার তাড়ায় চটজলদি কোনো চুক্তি তারা করবে না। যদিও ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নাকি শিগগিরই হবে। এমনকি তিনি দাবি করেছিলেন, বাণিজ্য চুক্তিকে হাতিয়ার করেই নাকি তিনি ভারত-পাক সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতা করেছিলেন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ সেই দাবি খারিজ করেছেন।
সূত্র: ব্লুমবার্গ