Image description
 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। এ ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। খবর আল-জাজিরার। 

 

আশকেলনে এক পাইপলাইন স্থাপন প্রকল্পে ভিডিও বিবৃতির সময় নেতানিয়াহু আরও বলেন, আমরা আমাদের সব জিম্মিকে মুক্ত করব এবং হামাসকে ধ্বংস করব। তাদের আর চিহ্ন থাকবে না। 

এ ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরাইল একটি ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা অনুমোদন করেছে। যদিও এ নিয়ে নেতানিয়াহু সরাসরি কিছু বলেননি, তবে তার বক্তব্যে যুদ্ধবিরতির আশাবাদের মাঝেই হুমকি স্পষ্ট।

এদিকে হামাস জানিয়েছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় পাওয়া নতুন প্রস্তাব নিয়ে তারা ‘জাতীয় পরামর্শ’ করছে। একটি বিবৃতিতে তারা জানায়, আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে চাই যা আগ্রাসন বন্ধ করবে, গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করবে এবং আমাদের জনগণের জরুরি সাহায্য নিশ্চিত করবে।

 

 

 

২১ মাস ধরে চলমান এ যুদ্ধে গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষের মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরাইল সম্প্রতি গাজার উত্তরে অভিযান আরও জোরদার করেছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ‘শুধু বুধবারেই ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে।’ এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় ৫৭ হাজার। 

নেতানিয়াহু আগামী সপ্তাহে (৭ জুলাই) ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা এবং হামাসের ভবিষ্যত—এ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।