Image description

ফের ভারতগামী বিমানে মিলেছে জীবন্ত সাপের দেখা। মুম্বাইয়ের কাস্টমস কর্মকর্তারা বলেছেন, তারা থাইল্যান্ড থেকে আসা একজন যাত্রীকে জীবন্ত সাপের মালামালসহ আটক করেছেন। এ নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ভারতীয় বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা বলেন, থাইল্যান্ড থেকে ফেরত আসা যাত্রীর কাছ থেকে ১৬টি জীবন্ত সাপ জব্দ করা হয়েছে।

কাস্টমস সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। আরো তদন্ত চলছে। তবে জীবন্ত সাপগুলো পোষা প্রাণীর ব্যবসায় বিক্রি হওয়া সরীসৃপ অন্তর্ভুক্ত ছিল এবং বেশিরভাগই বিষাক্ত ছিল না। সাপগুলোর মধ্যে ছিল গার্টার স্নেক, একটি গ-ার র‌্যাট স্নেক এবং একটি কেনিয়ান স্যান্ড বোয়া। এর আগে, জুনের শুরুতে কাস্টমস কর্মকর্তারা থাইল্যান্ড থেকে আসা কয়েক ডজন বিষাক্ত সাপ পাচারকারী এক যাত্রীকে আটক করেন। এর কয়েকদিন পর অফিসাররা টিকটিকি, সানবার্ড এবং গাছে আরোহণকারী পোসামসহ ১০০টি প্রাণী বহনকারী আরেক যাত্রীকে আটক করেন।

সূত্র : এনডিটিভি।