Image description

দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার আরব সাগরে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে ভারত। শুক্রবার (৯ মে) ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে ভারতীয় সামরিক সূত্র নিশ্চিত করেছে। পাকিস্তানের বিভিন্ন সামরিক ও নজরদারি স্থাপনা লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়।

 

এদিকে তার আগের রাতে, অর্থাৎ বৃহস্পতিবার, পাকিস্তান জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা এবং হিরানগর অঞ্চলে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং জয়সলমেরে একটি পাকিস্তানি ড্রোন আটকানো হয়। নিরাপত্তাজনিত কারণে চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগরসহ বেশ কয়েকটি শহরে ব্ল্যাকআউট জারি করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তান মূলত জম্মু, উধমপুর ও পাঠানকোটের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল।

 

তবে ভারতের এই দাবি ইসলামাবাদ সরাসরি প্রত্যাখ্যান করেছে। আলজাজিরার সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে।” তিনি দাবি করেন, পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংস, পাইলট আটক, লাহোর ও করাচি বন্দরে হামলার মতো যেসব খবর ছড়ানো হচ্ছে, তার কোনোটিই সত্য নয়। তিনি একে 'তথ্যযুদ্ধের অংশ' বলে মন্তব্য করেন। সামরিক উত্তেজনার এই পর্যায়ে দুই দেশের মধ্যে বিশ্বাসযোগ্য সংলাপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক পদক্ষেপ এখন সময়ের দাবি। তথ্যসূত্র : এনডিটিভি