Image description

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে না পারলে ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। 

বুধবার (২৮ জানুয়ারি) ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির প্রাথমিক ধাপ শেষ করা প্রার্থীদের অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর নিজ নিজ প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি’র সঙ্গে আগে জমা দেওয়া ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করতে হবে। পাশাপাশি মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এবং কোটা–সংক্রান্ত কাগজপত্র (প্রযোজ্য হলে) জমা দিতে হবে। 

এতে আরও বলা হয়, এ কার্যক্রম আগামী ১৯ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

এছাড়া, চূড়ান্ত ভর্তি কার্যক্রমের পরও যদি কোনো আসন শূন্য থাকে, তাহলে অটোমাইগ্রেশন শেষে অপেক্ষমাণ তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলের ভিত্তিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর বুথে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময় মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) এবং নির্ধারিত ভর্তি ফি জমা দিতে হবে আগামী ১১ মে। পূর্বের বিজ্ঞপ্তিতে এই তারিখ ছিল ১৫ মার্চ।