ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের গণমাধ্যম শাখা মিজান জানায়, বুধবার (২৮ জানুয়ারি) হামিদরেজা সাবেত এসমাইলিপুর নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মিজানের প্রতিবেদনে বলা হয়, হামিদরেজা সাবেত এসমাইলিপুরকে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘শত্রু গোয়েন্দা সংস্থা’ মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতায় জড়িত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, তিনি গোপন নথি ও সংবেদনশীল তথ্য হস্তান্তরের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করেন। আইনি প্রক্রিয়া শেষে এবং সুপ্রিম কোর্টে রায় বহাল থাকার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে তেহরান অতীতেও একাধিক ব্যক্তিকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে গত বছর থেকে এ ধরনের দণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের পর এই পরিস্থিতি আরও তীব্র হয়। ওই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: আল আরাবিয়া
শীর্ষনিউজ