Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি)। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে এ ফরম পূরণ করতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের। এটি পূরণে ব্যর্থ হলে বিষয় মনোনয়ন পাবেন না তারা এবং এর ফলে ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হবেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে এ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভর্তি কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে জানানো যাচ্ছে যে, আগামী ২৭ জানুয়ারি  বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে প্রদানপূর্বক বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

পূরণকৃত ফরমটি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না। সব প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।