মোস্তাফিজুর রহমান মিশু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের প্রথম বর্ষের এই শিক্ষার্থী স্যোশাল মিডিয়ায় পরিচিত ‘ইংলিশ বয় মোস্তাফিজুর’ নামে। ফেসবুকে ইংরেজিতে কথা বলে ভিডিও আপলোডের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করলেও অনেকেই তাকে বিদ্রুপ করে থাকেন। কিছুদিন আগে তার ইংরেজিতে আজান নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।
এবার ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি দিতে গিয়ে ধরা পড়া’র খবরে ভাইরাল হয়েছেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন বলে স্যোশাল মিডিয়ায় খবর বেরিয়েছে। অন্যদিকে মোস্তাফিজুর দাবি করেছেন, তিনি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গিয়েছিলেন বিইউপিতে। তবে পরীক্ষার হলে ভুলে পেছনের একজন পরীক্ষার্থী রোল নম্বরের সঙ্গে তার রোল মিলে গিয়েছিল। তখন স্যাররা বলছে, এটা তুমি কী করেছ। ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝি। কিন্তু স্যোশাল মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে অন্যভাবে।
এ ঘটনার পর তাকে আটকের খবর বের হয়েছিল। তবে রাত ১২টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি বলেন, আমি সেফ আছি। সবাই এটা জানতে চেয়েছে তাই লাইভে আসলাম।
মুস্তাফিজুর বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। জানতে চাইলে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এরকম একটি ঘটনা শুনেছি। তবে বিস্তারিত জানি না।
বিইউপির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শনিবারের ভর্তি পরীক্ষায় এ ধরনের একটি ঘটনা ঘটেছে।