জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে মাসুদ রানা বলেছেন, ‘জয়–পরাজয়ের হিসাব ভুলে গিয়ে সবাই এক বাক্যে বলছে—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই জিতে গেছে।’ শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে মাসুদ রানা বলেন, ‘কতই না সুন্দর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জকসু অনুষ্ঠিত হয়ে গেল—কেউ জিতেছে, কেউ হেরেছে; কিন্তু কারও কোনো অভিযোগ নেই, নেই ক্ষোভ, নেই কষ্ট। জয়–পরাজয়ের হিসাব ভুলে গিয়ে সবাই এক বাক্যে বলছে—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই জিতে গেছে।’
তিনি আরও বলেন, ‘পূর্বের ন্যায় একসঙ্গে পথ চলতে সবাই প্রস্তুত। জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে ছাত্ররাজনীতি যে সুন্দর হতে পারে, ঐক্যবদ্ধ থাকলে হেরেও যে জিতে যাওয়া যায়—তার বাস্তব উদাহরণ দেখিয়েছে জবি। মতানৈক্য ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পথ চলার যে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে, তা সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
জকসুর এই নেতা বলেন, ‘প্রিয় জবির জন্য আমাদের সকল প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। নানামুখী সংকট সমাধানে রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকতে পারি—মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জবি ঐক্য জিন্দাবাদ।’