প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ সময়ে পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন করার লক্ষ্যে যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন হয়নি; সে সকল প্রাথমিক বিদ্যালয় ১১-১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতীত ৩ দিন) ছুটি বর্ধিত করে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।