Image description

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ স্থগিতের বিষয়ে শিক্ষার্থীদের একাংশের অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর” বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার এক বিবৃতিতে কমিশন জানায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলমান থাকাকালে ভোটার তালিকায় উল্লেখযোগ্য অসঙ্গতি ধরা পড়ে। সুষ্ঠু ও আইনি মানদণ্ডে নির্বাচন আয়োজনের স্বার্থে ওই অসঙ্গতি সংশোধন না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা ছাড়া কমিশনের অন্য কোনো বিকল্প ছিল না।

তবে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ—কমিশন নাকি কোনো গোষ্ঠীর চাপে নির্বাচন স্থগিত করেছে—এসবকে ‘দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

বিবৃতিতে কমিশন আরও জানান, কিছু শিক্ষার্থী অনুমতি ছাড়া কমিশন কার্যালয়ে প্রবেশ করে অযৌক্তিক মন্তব্য করার চেষ্টা করেছে, যা কমিশনের স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ব্যাহত করে।

কমিশনের বক্তব্য, নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণেই কোনো ব্যক্তি, গ্রুপ বা পক্ষের চাপ বা প্রভাব ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। কমিশন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নীতি, গঠনতন্ত্র, নির্বাচন নীতিমালা ও বাস্তব তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছে।

কমিশন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—গুজব, অপপ্রচার ও ভুল তথ্য থেকে দূরে থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ভোটার তালিকা সংশোধন দ্রুত শেষ হওয়ার পরই কমিশন পরবর্তী নির্বাচনী কার্যক্রম শুরু করেছে।

নির্বাচন কমিশন পুনর্ব্যক্ত করেছে যে তারা সর্বদা একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

শীর্ষনিউজ