Image description

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বাংলাদেশের কল্যাণের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। হায়াত-মউত আল্লাহর হাতে, তবে জাতির প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা চাইবো তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশের জন্য কাজ করতে পারেন।

 

বুধবার (২৬ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাখা ছাত্রদলের আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। যে নির্যাতনের মধ্য দিয়ে তিনি ১৬ বছর অতিবাহিত করেছেন, তা আমরা সবাই জানি। তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী এবং আজও সাধারণ মানুষের মুক্তির প্রতীক।

তিনি আরও বলেন, আজ সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলসহ অসংখ্য মানুষ তার জন্য দোয়া করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সেই আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যেন ব্যক্তিগতভাবেও তার সুস্থতার জন্য দোয়া করেন। বিশেষ করে শুক্রবার আসরের পর সবাই যেন এই দোয়া অব্যাহত রাখেন।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সিনিয়র অধ্যাপক ড. নজিবুল হক, ইউট্যাব শাখা সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ, কেন্দ্রীয় লাইব্রেরিয়ান খন্দকার আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্যরাও উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান।