জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ। ২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল স্থান পেয়েছেন দুই নারী শিক্ষার্থী।
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলে জিএস পদে নির্বাচন করবেন খাদিজাতুল কুবরা। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী।
সম্প্রতি খাদিজাতুল কুবরাকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জকসুতে জিএস পদে লড়ছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন খাদিজাতুল কুবরা।
নুসরাত চৌধুরী জাফরিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জবিতে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাদের অধিকার রক্ষায় প্যানেলে নারীর সংখ্যা কম নয়, যথেষ্ঠ। তাই আমরা যারা আছি তারাই নারী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে সক্ষম।’
জানা গেছে, ১৭ নভেম্বর প্যানেল ঘোষণা করে ছাত্রদল। প্যানেল থেকে ভিপি পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ কে এম রাকিব। এজিএস পদে লড়বেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুর রহমান তানজীল।
সমন্বিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ ও ক্রীড়া সম্পাদক পদে কামরুল হাসান নাফিজ মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে আনন বিন রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া সাতটি সদস্য পদের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আরেকটি সদস্যপদের প্রার্থী পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। সদস্য পদে লড়বেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও আরিফুল ইসলাম আরিফ।