Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ রবিবার (১৬ নভেম্বর) শহিদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন অফিস থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

‎মনোনয়ন গ্রহণের পর তৌহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমি স্বতন্ত্র থেকে ভিপি পদে নির্বাচন করছি। তবে আশা রাখি, ছাত্রদল আমাকে দলীয় প্যানেলে স্থান দেবে। যদি না দেয়, তাহলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেব। আমার একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের প্রতিনিধিত্ব করা।’

‎তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসে বহু ছোট-বড় সমস্যা রয়েছে, যার কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয় না। সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করছি মানে এই নয় যে আমি ছাত্রদলের বাইরে। ছাত্রদলের কর্মী হিসেবেই আমি এ মনোনয়নপত্র নিয়েছি।’

এর আগে গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার হয়।  ১৩ নভেম্বর ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করে। ১৬ নভেম্বর চলেছে মনোনয়নপত্র বিতরণ যা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। 

এ ছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। 

এ দিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এ ছাড়া তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।