Image description

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার ‘বিতর্কিত’ কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেন, যদি প্রয়োজন মনে করা হয়, সময় এলে প্রমাণসহ এই তিনজন উপদেষ্টার নাম জনগণের সামনে আনা হবে। আট দলের পক্ষ থেকে সরকারের কাছে সতর্কতার আহ্বান জানানো হয়েছে, যাতে নির্বাচনের নিরপেক্ষতা বজায় থাকে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগের কথা তুলে ধরেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা চাই প্রধান উপদেষ্টা পুরোপুরি নিরপেক্ষ থাকুন। তবে তিনজন উপদেষ্টা সরকারের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় বিভ্রান্তিকর বা মিসগাইডিং ভূমিকা নিচ্ছেন বলে আমরা উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, এই ইস্যু ফরমালি এবং ইনফরমালি উত্থাপন করা হয়েছে। ‘প্রয়োজন হলে আমরা প্রমাণসহ তাদের নাম প্রকাশ করব। আমাদের হাতে তথ্য আছে যা ভবিষ্যতে জনগণের সামনে আনা হবে।’

জোটের শীর্ষ নেতারা মনে করেন, নির্বাচন ও গণভোটের নিরপেক্ষতা ক্ষুণ্ন হলে দেশের রাজনৈতিক পরিবেশে স্থায়ী প্রভাব পড়তে পারে। তাই তারা প্রধান উপদেষ্টার কাছে চাইছেন স্পষ্টভাবে নির্দেশনা এবং সতর্ক নজরদারি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উপদেষ্টা তত্ত্বাবধানের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে, অবাধ নির্বাচন কার্যকর হবে কি না, তা প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই প্রধান উপদেষ্টা সব পদক্ষেপে প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রয়োগ করুন।’

তিনি আরও উল্লেখ করেন, সরকারের সাথে তাদের বিভিন্ন বৈঠকে এই বিষয়গুলো খোলাখুলিভাবে আলোচনা হয়েছে। প্রয়োজনে আন্দোলনের চলাকালীন সময়ে যেকোনো সময় প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে সরাসরি আলাপ করা যাবে।

আট দলের পক্ষ থেকে জানানো হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, ‘আমাদের আন্দোলনের লক্ষ্য নির্বাচনের গতি ব্যাহত করা নয়। বরং, এটি নির্বাচনকে আরও সুষ্ঠু এবং জনগণের প্রতি দায়বদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’

এ সময় উপস্থিত অন্যান্য জোট নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের অধিকাংশ জনগোষ্ঠীর অনুভূতি ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে, যাতে নতুন রাজনৈতিক সম্ভাবনা কোনো চাপে ভেস্তে না যায়।

একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলে সম্ভাব্য জটিলতা স্পষ্ট করার জন্য সরকারকে জাতির কাছে ব্যাখ্যা দিতেও আহ্বান জানান দলগুলোর নেতারা।

মিয়া গোলাম পরওয়ার সবশেষে বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। লিয়াজু কমিটি পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করে তা ঘোষণা করবে। দেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা ও অনুভূতিকে গুরুত্ব দিতে সরকার সচেষ্ট থাকুক, যাতে নতুন রাজনৈতিক সম্ভাবনা চাপে ভেস্তে না যায়।’