শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার।
স্মারকলিপিতে ৪ দফা দাবি তুলে ধরেন নেতাকর্মীরা। দাবি সমূহ হলো-
দাবি-১:
শাকসু নির্বাচন ঘোষণার পর কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নিয়মবহির্ভূত ও অগণতান্ত্রিক উপায়ে সহিংস কার্যক্রম পরিচালনার ফলে ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে পড়েছে। এ ধরনের ঘটনাপ্রবাহ এই বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত শান্তিপূর্ণ পরিবেশের বিপরীতে এক অশুভ অধ্যায়ের সূচনা করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অযৌক্তিকভাবে প্রভাবিত ও ব্যাহত করার উদ্দেশ্যে সংঘটিত এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।
দাবি-২:
সহিংস বিশৃঙ্খলার সাথে যুক্ত সবাইকে শাস্তির আওতায় আনার পরে নির্বাচনের তারিখের বিষয়টি বিবেচনা করতে হবে। একতরফাভাবে সহিংস সন্ত্রাসবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। শিক্ষকদের সাথে অসদাচরণ কিংবা মব সৃষ্টির সাথে যুক্ত কাউকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না।
দাবি-৩:
গত ১০ মাস ধরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি স্থগিত থাকায় সব ক্রিয়াশীল সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আংশিকভাবে ছাত্ররাজনীতি উন্মুক্ত করে। আমরা চাই সব রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যৌক্তিক সময় নির্ধারণ করে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা হোক।
দাবি-৪:
নির্বাচনের তারিখ ঠিক করার ক্ষেত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়টি আমলে নিতে হবে। শাকসু নির্বাচনকে ব্যবহার করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল যেন জাতীয় নির্বাচনের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করার সুযোগ না পায়,- সেদিকে সজাগ দৃষ্টি রেখে সব সিদ্ধান্ত নিতে হবে।