পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম ও জমিয়ত উলেমা-ই-ইসলাম–ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ (পাকিস্তানের দিকে) এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগোবে।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক ধর্মীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
খতমে নবুওয়ত সম্মেলনে দেওয়া বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের সক্রিয়তা ও উদ্যমের মনোভাব অত্যন্ত শক্তিশালী। ধর্মভিত্তিক আন্দোলন স্থিতিশীলতা ও আদর্শের ধারাবাহিকতা অব্যাহত রাখা, সহিংসতা নয়।
জেইউআই-এফ প্রধান বলেন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ ঈমানের বন্ধন এমন এক শক্তিশালী সম্পর্কে আবদ্ধ, যা কখনোই মুছে যাবে না।
মাওলানা ফজলুর রহমান জানান, পাকিস্তানের প্রতিনিধিদল শুধু অনুষ্ঠানে যোগ দিতে নয়, পাকিস্তানের জনগণের শুভেচ্ছা বার্তাও বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে এসেছে।
খতমে নবুওয়তের বিষয়ে সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরে তিনি বলেন, ‘এটি দুই দেশের জনগণের এক অভিন্ন বিশ্বাস। পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানরা একই উম্মাহর অংশ।’
উপমহাদেশের আলেমদের মতামত তুলে ধরে তিনি বলেন, কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পর নবুয়তের দাবি করে, তাহলে ওই ব্যক্তি ইসলামের আওতার বাইরে।
এই আলেম আশা প্রকাশ করেন, এই সম্মেলন দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সম্পর্ক আরো দৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘বাংলাদেশ এক কদম এগোলে পাকিস্তান দুই কদম এগোবে।’