
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র কাঠামোর বিরোধীতা করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একাংশের শিক্ষকদের ইউজিসিতে গিয়ে আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় গঠনকল্পে সরকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনরত কর্মকর্তাদের ’সরকারি কর্মচারি আচরণ বিধিমালা’ লঙ্ঘনের অভিযোগ তুলেন।
একইসঙ্গে শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান তারা। বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা’, ‘অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো’, ‘চলবে না চলবে না, শিক্ষা নিয়ে টালবাহনা’, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।