
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন শামীমা আক্তার। মাত্র এক মাস বয়সী কন্যাসন্তানকে ঘরে রেখে পরীক্ষায় অংশ নিয়েও তিনি অর্জন করেছেন এই অসাধারণ সাফল্য।
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করেছেন শামীমা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, “শামীমা আক্তার এ বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় সব বিভাগে এগিয়ে থেকে সার্বিকভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন।”
শামীমার গ্রামের বাড়ি বাগমারার বাইগাছা গ্রামে। তিনি সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির কন্যা। তাঁর স্বামী আব্দুর রাজ্জাক একজন চাকরিজীবী। শামীমা বলেন, “সংসার আর ছোট বাচ্চা সামলে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া খুব সহজ ছিল না। তবে নিজের ইচ্ছাশক্তি, স্বামীর সহায়তা আর কঠোর পরিশ্রম আমাকে এগিয়ে দিয়েছে।”
এর আগেও শিক্ষাজীবনে একাধিক সফলতার নজির রয়েছে শামীমার। বাইগাছা উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন তিনি। ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন।
এই অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১০ জুলাই) কলেজ কর্তৃপক্ষ তাঁকে সংবর্ধনা প্রদান করে। এ সময় কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান বলেন, “শামীমার এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। তাঁর সাফল্য শুধু আমাদের কলেজ নয়, পুরো উপজেলার জন্য সম্মানের বিষয়।”