Image description
মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ দেবে অ্যারিস্টোফার্মা লিমিটেড | © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান অ্যারিস্টোফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে কর্মী নিয়োগে শনিবার (১৪ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ও ১৯ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: অ্যারিস্টোফার্মা লিমিটেড;

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা-

*উৎসব ভাতা বছরে ৪টি;

*বিদেশ ভ্রমণের সুযোগ;

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*ইনস্যুরেন্স সুবিধা;

*লভ্যাংশ বোনাস;

*মোটরসাইকেল সুবিধা;

*টিএ/ডিএ বিল;

*ওভারটাইম কাজের সুযোগ;

*দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি);

*কর্মী সহায়তা তহবিল;

*গোষ্ঠী বিমা সুবিধা;

*বিবাহ ভাতা;

*সন্তানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ভাতা;

*স্মার্টফোন;

বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (এসএসসি এবং এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থাকা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে);

*ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1317651&fcatId=29&ln=1করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1317651&fcatId=29&ln=1করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন