Image description

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী শ্রীশান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে সহপাঠীকে ধর্ষণ, বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তার শাস্তির জন্য আন্দালন করে বুয়েটের শিক্ষার্থীরা। এবার তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে দুইটার সময় ভিসি চত্বর থেকে একটি মিছিল শুরু করে তারা। পরে হল পাড়া হয়ে বুয়েট ক্যম্পাসের গেইটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, ওয়ান, টু, থ্রি, ফোর ধর্ষক নো মোর ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী শ্রীশান্তকে  ধর্ষণের অভিযোগে রাত ১টার দিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।