জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, যিনি ‘লিলিপুট ফারহান’ নামেই বেশি পরিচিত, হঠাৎই বিয়ের খবর জানালেন। আজ (বুধবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ফারহানের ঘনিষ্ঠ সহযোগী সাইদুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারহানের হলুদ ও বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেন। পোস্টের নিচে ইতোমধ্যে নতুন জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা। তবে ফারহানের স্ত্রী সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় নানাধরনের কনটেন্ট তৈরি করে ‘লিলিপুট ফারহান’ নামটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার আসল নাম ফারহান সাদিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছেন এবং পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট।
হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক ও ভাবনাচিন্তায় ভরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তিনি তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়। তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি।