Image description
 

আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি নানা সময়ে ব্যক্তিজীবন নিয়েও ছিলেন সংবাদ শিরোনামে। একাধিক তারকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এর বাইরে গোপনে বিয়ে করেছেন—এমন খবরও শুনেছেন তিশা। তা-ও আবার একটি নয়, দুটি। এমনকি তার একটি সন্তানও রয়েছে। 

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসব গুজব নিয়ে মুখ খুলেছেন তানজিন তিশা। চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রে ধারণ করা হয় আড্ডার অনুষ্ঠান। অনুষ্ঠানে তিশার কাছে জায়েদের প্রশ্ন ছিল- এমন একটি গুজব যা তুমি শুনেছ, উত্তরে তানজিন তিশা বললেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নাম্বার বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি।’

তবে তিশা জানালেন, গুজবের বাইরেও বাস্তবে তিনি বিয়ের পরিকল্পনায় আছেন। পাঁচ বছর পর বিয়ে করবেন তিনি।  এ প্রসঙ্গে বলেন,‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’

সম্প্রতি অবকাশযাপনের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন তানজিন তিশা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বাড়ে কৌতূহল। সফর শেষে তিনি আবার দেশে ফিরে কাজ শুরু করেছেন পুরোদমে।

বর্তমানে তিনি কাজ করছেন ভিকি জাহেদের পরিচালনায় একটি নাটকে। নাম ‘খোয়াবনামা’। এতে তিশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

সব মিলিয়ে গুজব আর আলোচনার ভিড়েও আত্মবিশ্বাসী তানজিন তিশা এগিয়ে চলেছেন নিজের ছন্দে—পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রেখে।