Image description

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি ভুলতে দেশের মানুষের শত বছর লাগবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সমাবেশে এ  তিনি বলেন, আওয়ামিলীগ  এমন একটা দল যারা ভালো রাজনীতি কোন দিন করেনি। তারা প্রতিহিংসার রাজনীতিতেই বিশ্বাস করে কিন্তু  বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা।

মন অনেক বড়, বাবা সব সময় বলতো রাজনীতি করতে হলে বুকের চেয়ে মন বড় করতে হয়। আমি জানি জাতীয়তাবাদী দলের ভাইদের কলিজা অনেক বড়। তবে ক্ষমা তো তখনই করব যখন তারা(আওয়ামিলীগ)  ক্ষমা চাইবে। ক্ষমা করে দিব কিন্তু তারা প্রতিটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে।