Image description

বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এক নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। 

সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবেন, খুব ভালো কথা- নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে, ছাত্র-যুবক ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণআন্দোলন ৯০-এর স্বৈরাচারী আন্দোলন অভ্যুত্থান সবসময়ই তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য এ সকল সময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকার থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে, বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল- সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। 

তিনি বলেন, ড. ইউনূসের (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) সম্মান সারা বিশ্ব জুড়ে। তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বের কথা ভেসে আসে, আমি এটা করবো, আমরা এটা করেছি- এসব কথা শুনলে কষ্ট লাগে। 

আয়োজক সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূঁইয়া সভাপত্বিতে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন প্রমুখ।