ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, গ্যাসের বিষয়টি তার প্রথম ও প্রধান অগ্রাধিকার। এটি শুধু একটি গ্রামের দাবি নয়, বরং পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের ন্যায্য অধিকার।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আমি শুধু আন্দিদিল গ্রামের জন্য নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়ার জন্য কথা বলেছি। বিশেষ করে সরাইল-আশুগঞ্জ এলাকায় গ্যাস সংযোগ নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার। আর যদি আমাদের ন্যায্য দাবি না মানা হয়, তবে মনে রাখতে হবে ব্রাহ্মণবাড়িয়া-সিলেট যাওয়ার পথ কিন্তু আশুগঞ্জ দিয়েই যেতে হয়।
তিনি অতীত আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার আমলে আমি নিজে রাস্তায় বসে প্রতিবাদ করেছি। তখন বড় বড় নেতারাও সাহস করেননি। আমার গাড়িই ছিল প্রথম। পুলিশ যখন রাস্তায় বাধা দেয়, আমি একাই সেখানে বসে পড়েছিলাম। সুতরাং রুমিন ফারহানাকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমার কোনো দলীয় শক্তি নেই, কিন্তু আমার ভোটার আছে। আমার পেশিশক্তি নেই, কিন্তু আমার ভাইয়েরা আছে। আমার কালো টাকা নেই, কিন্তু ভোটারদের ভালোবাসা আছে। আমার যা ন্যায্য, আমার ভোটারের যা অধিকার—তা আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ।
ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠ ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কেন্দ্রে শক্ত অবস্থান নেবেন। আমার একটা হাঁসও যেন কেউ চুরি করতে না পারে, একটা ডিমও যেন কেউ সরাতে না পারে। বিদেশে অবস্থানরত ভোটারদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিদেশের মাটিতে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, তাদের বিষয়ে আমরা অত্যন্ত ভালো খবর পাচ্ছি। জয়-পরাজয়ের মালিক আল্লাহ। আমি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এবং পৌরসভা করে দেব।