Image description
 

আজ শুক্রবার রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত হয়েছেন রংপুরের নেতাকর্মীরা। ইতোমধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তার আগমনকে কেন্দ্র করে শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।

 

দীর্ঘ ২২ বছর পর এটিই তার রংপুর সফর। এই সফরে তিনি আগে বগুড়ায় আসবেন এবং সেখান থেকে আসার পথে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকাল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরের অবস্থানের পর তিনি আগামীকাল শনিবার সড়ক পথে ঢাকায় ফিরবেন।

তার আগমনকে কেন্দ্র করে রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। রংপুরের পীরগঞ্জেও তার আগমনকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল। তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন।

এদিকে, তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে বিএনপি ও অঙ্গ সংঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জ যাবেন। সেখান থেকে তাকে শোভাযাত্রা সহকারে রংপুরে নিয়ে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।