Image description
 

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এক সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে। এ সংক্রান্ত প্রায় পাঁচ মিনিটের একটি অডিও রেকর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অভিযোগকারী আবু হুরায়রা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। অপরদিকে হাসান মামুন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোটের প্রার্থী নুরুল হকের বিরুদ্ধে নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ছড়িয়ে পড়া অডিও ক্লিপে শোনা যায়, আবু হুরায়রাকে প্রশ্ন করছেন হাসান মামুন—তিনি কেন বিভিন্নজনকে ফোন করে দলের নির্দেশে নুরের পক্ষে কাজ করতে বলছেন এবং এ নির্দেশনা তিনি কার কাছ থেকে পেয়েছেন। জবাবে আবু হুরায়রা বলেন, দলের সিনিয়র নেতারাই নুরের পক্ষে কাজ করতে বলেছেন।

কথোপকথনের একপর্যায়ে হাসান মামুন অভিযোগ করেন, আবু হুরায়রা লোকজনকে জোর করে নুরের পক্ষে কাজ করতে বাধ্য করছেন। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নুর তাঁর কী হন এবং উল্লেখ করেন—নুরের বাড়ি চরবিশ্বাসে হলেও তাঁর নিজের বাড়ি দশমিনায়। এরপর তিনি অভিযোগ করেন, আবু হুরায়রা তাঁর বিপক্ষে অবস্থান নিয়ে তাঁর রাজনৈতিক ক্ষতি করছেন।

অডিওতে আরও শোনা যায়, একপর্যায়ে হাসান মামুন হুঁশিয়ারি দিয়ে বলেন, এর ফলাফল তোমাকে পেতে হবে। যা করছো, হিসাব করে করো।

তিনি আরও বলেন, আবু হুরায়রা ও বাশার তাঁর ক্ষতি করছেন—এ কথা রেকর্ডে রাখতে হবে এবং যথাসময়ে এর জবাব দেওয়া হবে। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, “ইউ উইল গেট দ্য রেজাল্ট।”

অডিওর শেষ অংশে হাসান মামুন বলেন, “নির্বাচন ১২ তারিখে হবে। নুর যাবে, তুমিও যাবে। কিন্তু মনে রাখবা—তুমি আর বাশার বাংলাদেশে থাকবা!”

এ বিষয়ে আবু হুরায়রা বলেন, ১৪ জানুয়ারি হাসান মামুন তাঁর মুঠোফোনে কল করে এসব কথা বলেন। তখন পরিস্থিতির কারণে তিনি বিষয়টি প্রকাশ করেননি। তবে সম্প্রতি নুরের কর্মী–সমর্থকদের ওপর হামলার ঘটনায় বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন। তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগের বিষয়ে হাসান মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর নির্বাচনী সমন্বয়ক শাহাদাত হোসাইন বলেন, আবু হুরায়রা এলাকায় এসে নুরের পক্ষে বিভিন্ন মানুষকে চাপ দিচ্ছেন। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাসান মামুন ভাইয়ের কাছে অভিযোগ করেন। পরে তিনি বিষয়টি জানতে ফোন করেছিলেন। এর বাইরে কিছু নয়।