Image description

একটি রাজনৈতিক দল নির্বাচন পেছাতে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমানের সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তারাই অপপ্রচার করছে। জান্নাতের টিকিট বিক্রি নয়, শুধু আল্লাহর ইবাদতের মাধ্যমে তাঁর সন্তুষ্টি পাওয়া যায়। একটি রাজনৈতিক দল ‘বটবাহিনী’ তৈরি করেছে তারেক রহমান ও বিএনপি নেতাদের চরিত্রহনন ও বিকৃত করার জন্য।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, যে দল ঢাকা বিভাগে আজ পর্যন্ত কোনো আসনে বিজয়ী হয়নি, সে দলের নেতারা নানা উদ্ভট কথা বলছেন। ইসলামি দল দাবি করলেও তারা ইসলামের শিক্ষা ভুলে গিয়ে অহংকার করছে। আর এ কারণেই তাদের পতন হবে।

বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে যা সংস্কার দরকার, সবই করবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার নিরাপদ জীবনের জন্য অভিজ্ঞ রাজনৈতিক দলের প্রয়োজন। ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির মতো দেশ পরিচালনায় অভিজ্ঞ দলের ক্ষমতায় আসা প্রয়োজন।

শীর্ষনিউজ