Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটি দল একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হাত দেয়া হচ্ছে। তারা ক্ষমতায় আসলে মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হবে।’ আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। 

যশোরকে সিটি করপোরেশন করার ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যার যতটুকু পাওনা, ততটুকু দেয়া হবে, যদি আল্লাহ জনগণের উসিলায় আমাদেরকে বিজয় করেন। রাজনীতি হবে জনগণের রাজনীতি, দলীয় কিংবা পরিবারের রাজনীতি হবে না।’ 

কেউ কেউ গণভোটের বিরোধিতা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। জনগণ পুরোনো ব্যবস্থায় ফিরতে চায়না। হ্যাঁ- জিতলে বাংলাদেশ জিতে যাবে, পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হারতে দেব না। হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন করলে লাভ হবে না।’ 

মায়ের জাতির অপমান বরদাশত করবেন না উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এ ধরনের আচারণ করতে দেওয়া যাবে না। ইজ্জত ও অধিকারের ওপর হাত দিলে ছেড়ে দেব না। মা-বোনদের ওপর যেখানেই হামলা হবে, সেখানেই প্রতিরোধের নির্দেশনা দেন তিনি। 

জামায়াত আমির আরও বলেন, ‘যশোরের প্রশাসন নির্বাচনে জনগণের হয়ে দায়িত্ব পালন করুন। সত্য উপলব্ধি করে জনগণের পক্ষে অবস্থান নেবেন, কোনও দলের পক্ষে নয়। জুলাই শহীদদের সম্মান দেখাতে সবােই দাঁড়িপাল্লায় ভোট দিবেন।’