Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে দিনদুপুরে লিফলেট বিতরণ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এতদিন অনলাইনে প্রচারণা চালালেও এবার সরাসরি সড়কে নেমে বর্জনের আহ্বান জানাচ্ছে সংগঠনটি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বরগুনা পৌর শহরের নাথ পট্টি লেক পাড়ের শেখ রাসেল স্কয়ার এলাকা, কলেজ রোড, সরকারি কলেজ সংলগ্ন এলাকা ও বাজারের বিভিন্ন পয়েন্টে এসব লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। সংগঠনটির বরগুনা জেলা সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে সড়ক ও দেয়ালে সাঁটানো অবস্থায় লিফলেটগুলো দেখা গেছে। লিফলেটে আসন্ন সংসদ নির্বাচনকে 'প্রতারণা, প্রহসন, ফাঁকি ও ফাঁদের ভোট' আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, 'ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা, কী উদ্দেশ্যে এই লিফলেট বিতরণ করেছে তা খতিয়ে দেখা হবে।'

এদিকে নির্বাচন বর্জনের এ প্রচারণা স্থানীয় ভোটারদের মাঝে নানা আলোচনা তৈরি করেছে।