ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি ও জামায়াতসহ অন্য প্রার্থীরা এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে সোমবার দুপুরে দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কাজিরপোল এলাকায় প্রচারণাকালে বিএনপির আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের সাক্ষাৎ হয়।
এ সময় তারা দুজন নিজেদের জড়িয়ে ধরে বুকে টেনে নেন। মিন্টু সহাস্যবদনে মানিককে জড়িয়ে ধরে বলেন- আমার জন্য দোয়া কইরেন। প্রত্যুত্তরে মানিক মিন্টুকে বড় ভাই বলে সম্বোধন করে বলেন আমিও আপনার দোয়া চাই। ভোটযুদ্ধে আমরা মাঠে থাকলেও ভোটের পর তো আমরা একে অপরের ভাই।
আপনি এবং আমি অনেক ফোরামে কাজ করেছি এবং করছি। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দুই হেভিওয়েট ও সজ্জন ব্যক্তির একের প্রতি অপরের শ্রদ্ধাবোধ, শিষ্টাচার উপস্থিত প্রচারণা কর্মীদের বিমোহিত করেছে। উভয় প্রার্থীর কোলাকুলি আদবের আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
বিএনপির বহরে ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ও মিন্টুর সহোদর আকবর হোসেন, বিএনপি নেতা ও ব্যবসায়ী রফিকুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
জামায়াত প্রার্থীর সঙ্গে ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের শূরা সদস্য ও ব্যবসায়ী মেসবাহ উদ্দিন সাঈদসহ নেতাকর্মীরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর বিষয়ে জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, মিন্টু ভাইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। এমনকি আমি উনার স্নেহধন্য ছোট ভাই হিসেবে উনাকে সম্মান করি। মনোনয়নপত্র দাখিলের দিনও উনার সঙ্গে কোলাকুলি হয়েছে। পদ্ধতিগত কারণে আমরা দুইজন দুই দলের প্রতিনিধি হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। অনেক ফোরামে উনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে মিন্টু ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে বলে যুগান্তরকে বলেন ডা. মানিক।