আনসার-ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে নির্বাচনি দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেছেন, আমরা জানতে পেরেছি, প্রতিটি ভোটকেন্দ্রে ভলান্টিয়ার ক্যাটাগরির ১৩ থেকে ১৫ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হবে, যাদের একটি বড় অংশ সাধারণত স্থানীয় বাসিন্দা। স্থানীয়ভাবে বসবাসকারী অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদেরকে নির্বাচনি দায়িত্বে নিয়োগ করা নিরপেক্ষতার প্রশ্ন তোলে বলে আমরা মনে করি। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে তাদেরকে নিজ থানার বাইরে নির্বাচনি দায়িত্ব প্রদানের দাবি জানাচ্ছি।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় পরিচালনা কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।
দেশি ও বিদেশি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে যুক্তরাষ্ট্র জামায়াতকে সমর্থন জানিয়েছে; মার্কিন দপ্তর ও দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করে না এ বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে মাহ্দী আমিন বলেন, বিএনপি বিশ্বাস করে, যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় তার সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি জড়িত। আমরা বিশ্বাস রাখতে চাই, গণতান্ত্রিক বিশ্ব সেই সম্মানবোধটুকু ধরে রেখেই বাংলাদেশের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে, নির্বাচনি যে প্রক্রিয়া রয়েছে, গণতান্ত্রিক যে অভিযাত্রা রয়েছে সেটাকে স্বাধীন ও সার্বভৌমত্ব বজায় রেখে সেভাবে কাজ করতে আমাদের অনুপ্রাণিত করবে। সেটাই আমাদের বিশ্বাস।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সংবাদপত্রের সঙ্গে যুক্ত যেসব সাংবাদিক এই সফর কাভার করছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। নারায়ণগঞ্জে তা তিনি উল্লেখও করেছেন।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক আরও বলেন, বিএনপি চেয়ারম্যান বলেছেন, প্রতিপক্ষের সঙ্গে তিনি কারো কোনো ব্যক্তিগত অবস্থান থেকে সমালোচনার কথায় যেতে চান না। কারণ এতে দেশ ও জনগণের কোনো লাভ হয় না। চেয়ারম্যান এই জায়গায় নিজেকে সংশ্লিষ্ট করেননি।
এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভা শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। পথে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদের মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর পার্কে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোর রাতে জনসভায় সর্বশেষ বক্তব্য রাখেন।