বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালেটসহ কয়েকটি বিষয়ে প্রশ্ন থাকলেও নির্ধারিত সময়ে ভোটের স্বার্থে বিএনপি নীরব রয়েছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কিছু তথাকথিত ত্রুটি খোঁজার চেষ্টা করছে। অথচ, পোস্টাল ব্যালেট ব্যবস্থায় ত্রুটি থাকা সত্ত্বেও সেই বিষয়ে ইসি নীরব, যা প্রশ্নবিদ্ধ।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম খান ও সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি চায় নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। তাই আমরা অনেক বিষয় মেনে নিয়েছি। একটি পক্ষ জুলাইয়ের আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উপস্থাপন করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবমূল্যায়ন করছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও সাহসী রাষ্ট্রনায়ক, যিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য প্রথম বিদ্রোহের সূচনা করেন। তার সততা নিয়ে তার প্রতিপক্ষরাও কখনও প্রশ্ন তুলতে পারেনি। রাষ্ট্রপতি হয়েও তিনি প্রতিদিন দেশ ও জনগণের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করেছেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে শহিদ জিয়ার চেতনা ও চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে।