Image description

দীর্ঘ প্রায় ৬০ বছর অবহেলায় পড়ে থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এ সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর সংস্কারকাজ শেষ হওয়ার পর মসজিদে এক উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।

জানা যায়, মসজিদ নির্মাণের পর থেকে দীর্ঘ ৬৫ বছর ধরে সেখানে আশানুরূপ কোনো বড় ধরনের সংস্কারকাজ হয়নি। শিক্ষার্থীদের মৌলিক ধর্মীয় চাহিদা বিবেচনায় নিয়ে ডাকসু কেন্দ্রীয় সংসদ মসজিদ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।

সংস্কার কার্যক্রমের আওতায় মসজিদে ১১০ টন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা, নতুন দুটি অজুখানা নির্মাণ, নতুন কার্পেট সংযোজন, দেয়াল রঙ, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান আয়তনে বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ পথ নির্মাণ করা হয়েছে।

মসজিদ সংস্কার কার্যক্রমের সমন্বয় করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম। তবে এই সংস্কারকাজে আর্থিক সহায়তা প্রদানকারীরা নিজেদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।

ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রও। কেন্দ্রীয় জামে মসজিদ শিক্ষার্থীদের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন অবহেলিত এই মসজিদ সংস্কার করে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সুপরিবেশ নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।